চা খাওয়াকে কেন্দ্র করে মহম্মদপুরে দু-গ্রামবাসির সংঘর্ষে ১৭ জন আহত
মহসিন মোল্যা,মাগুরা মাগুরা মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের আজ ৩১ অক্টোবর বুধবার সকালে কালুকান্দি ও উরুড়া দু-দল গ্রামবাসির সংষর্ষে ১৭ জন আহত হয়েছে।দু-ঘন্টা ব্যাপী চলমান সংষর্ষে প্রায় ৭ টি বাড়ি ও ২ টি ইট ভাটা ভাংচুর এবং লুটপাটের ঘটনা ঘটে। পুলিশ এবং এলাকাবাসি জানান,কালুকান্দি মোড়ে মঙ্গলবার বিকালে একটি চায়ের দোকানে কালুকান্দি গ্রামের বাহাজউদ্দিনের ছেলে তারিকুল ইসলামের সাথে উরুড়া গ্রামের তৈয়বুর রহমানের ছেলে ঝন্টুর কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়।এই ঘটনার জের ধরে বুধবার সকালে কালুকান্দি গ্রামের আওয়ামীলীগ নেতা বাহাজউদ্দিন এবং উরুড়া গ্রামের আওয়ামীলীগ নেতা টুকুর নেতৃত্বে দু-দল গ্রামবাসি আক্কাস মোল্যার ইট ভাটার সামনে দেশীয় অস্ত্রসহ সংষর্ষে লিপ্ত হয়। সংষর্ষে আহত হয়েছেন আজিজুল ইসলাম (২০),হাফিজুর খাঁন (৩৫),ইকরামুল মন্ডল (২০),জুয়েল হোসেন (১৫),ছন্টু শিকদার (২৫),মজনু শিকদার (২৫),মঞ্জু মোল্যা (৪৪),খসরু শিকদার (৩৫) সহ আরো অনেকেই।আহতদের মহম্মদপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভাংচুর করা হয়েছে ধলা মিয়া,শাহীন আলম,বাহাজউদ্দিন,হারুনসহ বেশ কয়েকটি বাড়ি।এছাড়া আক্কাস মন্ডল এবং নূর আলমের ভাটায় ব্যাপক ভাংচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে। মহম্মদপুর অফিসার ইনচার্জ জনাব রবিউল ইসলাম বলেন,সংষর্ষের সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্হলে পৌঁছে ২৫ রাউন্ড গুলি এবং ৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্হিতি নিয়ন্ত্রনে আনে।পরিস্হিতি নিয়ন্ত্রনে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।